২০২৩ সালে আসবে ইন্টেলের ৭এনএম চিপ

২৫ মার্চ, ২০২১ ০২:০৯  
কোম্পানির ইঞ্জিনিয়ারিং সক্ষমতা বৃদ্ধি করতে কোনো সময়ই নষ্ট করছেন না ইন্টেলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা পাট জেলসিঙ্গার। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি কোম্পানির ‘আইডিএম ২.০’ কৌশল ঘোষণা করেন, যার শুরুটা হবে আরিজোনায় দুইটি ফেব্রিকেশন প্লান্টে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে। খবর এনগ্যাজেট। আরিজোনায় ইন্টেলের এই বিনিয়োগের মাধ্যমে কোম্পানিটি চিপ তৈরির ব্যবসায় শক্তিশালী অবস্থানে যেতে পারবে, কারণ একদিকে যেমন এটি তার নিজস্ব হার্ডওয়্যার তৈরি করবে, একইসাথে অংশীদারদের জন্য চিপ তৈরি করবে। জেলসিঙ্গার কোম্পানির প্রথম ৭ ন্যানোমিটার চিপের বিষয়টিও তুলে ধরেন। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এটির চিপের ডিজাইন চূড়ান্ত হবে বলে তিনি জানান। এর আগে ২০২২ সালে নতুন ৭ ন্যানোমিটার চিপ আনার পূর্ব ঘোষণা থাকলেও তিনি ২০২৩ সালের আগে সেটি সরবরাহ হবে বলে প্রত্যাশা করেন না। ইন্টেলই একমাত্র কোম্পানি যাদের সফটওয়্যার, সিলিকন ও প্লাটফর্ম, প্যাকেজিং এবং প্রক্রিয়াতে বিশাল প্রসার রয়েছে। ইন্টেলের পরবর্তী প্রজন্মের উদ্ভাবনের জন্য সকল ধরণের ক্রেতাকেই বিবেচিত রাখা হয়। আইডিএম ২.০ হবে একটি অত্যাধুনিক কৌশল যা শুধুমাত্র ইন্টেলই বাস্তবায়ন করতে পারবে এবং এটি বিজয়ী হওয়ার কৌশল, জানান জেলসিঙ্গার। ডিবিটেক/বিএমটি